Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ

 

আমাদের অর্জনসমূহ

১৷ সার্বিক সাক্ষরতা আন্দোলন (টিএলএম) কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলাকে নিরক্ষরমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।

২৷ গ্রাম শিক্ষা মিলন কেন্দ্র স্থাপনের মাধ্যমে সাতক্ষীরা জেলার তালা উপজেলার অবহেলিত মানুষদের সচেতন করে গড়ে তোলার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে৷

৩৷ পিএলসিইএইচডি-১ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থার মাধ্যমে সাতক্ষীরা জেলার ০৭ টি উপজেলায় মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে৷

৪৷ বেসরকারী সংস্থার মাধ্যমে নিরক্ষর নারী/পুরুষদের সাক্ষর করার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে৷

সমস্যা  ও চ্যালেঞ্জসমূহ

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় কর্মসূচিভিত্তিক কার্যক্রম না থাকা। জিওবি অর্থায়নে উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের জন্য নিয়িমিত (বছর ভিত্তিক) বরাদ্দ না থাকা। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের  আওতায়  স্থায়ী শিখনকেন্দ্র/প্রশিক্ষণ কেন্দ্র না থাকা। উপানুষ্ঠানিক শিক্ষার শিক্ষার্থী/প্রশিক্ষণার্থীদের জন্য উপবৃত্তি(Incentive) প্রদানের ব্যবস্থা না থাকা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় ঝরে পড়া, বিদ্যালয় বহির্ভূত, বয়ষ্ক নিরক্ষর ও শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠিকে শিখনকেন্দ্রে নিয়মিত হাজির করা। এনজিওসমূহ  উপানুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে নিজস্ব শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ ব্যবহার করে থাকে, তাই উপানুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নের জন্য সারা দেশে অভিন্ন শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ প্রণয়ন করা একটি চ্যালেঞ্জ